জনপ্রিয় চক্ষু বিশেষজ্ঞ ডা. কেফায়েতুল্লাহ আমেরিকায় সড়ক দুর্ঘটনায় নিহত
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২২, ৮:৩৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ আমেরিকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আমেরিকার রচষ্টার বাফেলর সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে আমেরিকার রচস্টার বাফেলোর কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও শ্যালক গুরুতর আহত হয়েছেন। জানা গেছে শ্যালক গাড়ি চালনায় ছিলেন। স্ত্রী হাসপাতালে আইসিইউতে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন।
ডা. কেফায়েতুল্লাহর ফুফাতো বোন তাহসিন অর্ণি জানান, আমার ভাই ডা. কেফায়েতুল্লাহ আমেরিকায় সস্ত্রীক বেড়াতে গিয়েছিলেন।আমাদের ভাবী এই মুহূর্তে আইসিইউতে আছেন। তিনি একজন প্রাণচঞ্চল মানুষ ছিলেন। তিনি আহতদের জন্য সকলের কাছে দোয়া চান।
ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ মৌলভীবাজার শহরের বনবীথি এলাকার বাসিন্দা। তিনি মৌলভীবাজারের একজন জনপ্রিয় চোখের চিকিৎসক হিসেবে সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।