শ্রীমঙ্গল উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সিদ্দিকী সভাপতি তাজু সাধারণ সম্পাদক
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীমঙ্গল উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত রবিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম. নাসের রহমান ও সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহুর রহমানের স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটির অনুমোদন করেন। নুরুল আলম সিদ্দিকী সভাপতি ও তাজ উদ্দিন তাজু’কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি হাজী আরিফিন মিয়া, নুরুল ইসলাম মুবাশ্বির, শামীম আহমেদ, এম ইদ্রিস আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাে. মকসুদ আলী, শাহ আব্দুল মুহিত নিলু, মাে. আজির উদ্দিন (আজির), সাংগঠনিক সম্পাদক-১ মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক-২ মো. শাহাব উদ্দিন, কোষাধ্যক্ষ মো. মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান চৌধুরী (তুহিন), সহ-প্রচার সম্পাদক রুবেল আহম্মদ, যুববিষয়ক সম্পাদক মহিউদ্দিন ঝারু, সহ-যুববিষয়ক সম্পাদক আব্দুল কাদির, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দীন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক, আলী হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক আলোয়ার হোসেন জসিম’সহ ১০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন। উল্লেখ্য, গত বছর ২০২১ সালের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির কাউন্সিল চলাকালীন সময়ে পুলিশের বাঁধা ও পুলিশী হামলায় কাউন্সিল অধিবেশন পন্ড হয়ে যায়। পরে ৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করে মৌলভীবাজার জেলা বিএনপি। দীর্ঘ এক বছর পরে গত রবিবার রাতে পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেন জেলা বিএনপির সভাপতি এম.নাসের রহমান ও সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহুর রহমান। শ্রীমঙ্গল উপজেলা কমিটিকে অনুমোদন দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার সভাপতি এম. নাসের রহমান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, শ্রমিকদল, জাসাস, কৃষক দল, ছাত্র দলসহ সর্বস্থরের নেতা কর্মীরা।