আগামীদিনে জাতির মুক্তির জন্য ঝুঁকি নিতে প্রস্তুত থাকতে হবে: ডাঃ শফিকুর রহমান
প্রকাশিত হয়েছে : ৯ এপ্রিল ২০২২, ৯:৩৪ অপরাহ্ণ
প্রেস রিলিজ::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, শহীদি মৃত্যু খুব আনন্দের মৃত্যু, এর চেয়ে আনন্দের মউত হতে পারে না। আমাদের শহীদ মুরব্বি, শহীদ ভাই-বোনদের রক্তের বিনিময়ে এদেশকে যাতে আল্লাহ পবিত্র করে দেন, আমাদের মধ্যে থেকে আমিসহ যাদেরকে আল্লাহ পছন্দ করেন, তাদের রক্তের বিনিময়ে এদেশে যাতে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়। আগামীদিনের জাতির মুক্তির জন্য আমাদের সংগঠনকে ঝুঁকি নিতে হবে, এই ঝুঁকি নিতে কর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে।
মৌলভীবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান উপরোক্ত আহ্বান জানান।
গত ৮এপ্রিল, শুক্রবার দুপুর ২ টায় মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে সমগ্র জেলার সর্বস্তরের কর্মীদের নিয়ে ব্যাপক উপস্থিতি এক ভার্চ্যুয়াল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আমীর মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মোঃ শাহেদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি মোঃ আলাউদ্দিন শাহ, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেকুল ইসলাম ও জেলা সভাপতি ফারুক আহমেদ মঞ্জু। মৌলভীবাজার সাহিত্য-সংস্কৃতি সংসদের ইসলামী সঙ্গীত ও দলীয় সংগীত উপস্থাপনা সম্মেলনকে প্রাণবন্ত করে তোলে।