বড়লেখায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহতের ঘটনায় মামলা
প্রকাশিত হয়েছে : ৮ এপ্রিল ২০২২, ৯:৩১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা::
মৌলভীবাজারের বড়লেখায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলাউদ্দিন (৭০) নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাতে নিহত আলাউদ্দিনের ভাই বদরুল ইসলাম বাদি হয়ে থানায় অজ্ঞাত অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা করেছেন। এদিকে আলাউদ্দিনের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হাস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার শুক্রবার (০৮ এপ্রিল) বিকেলে মামলা বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়তক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলাউদ্দিন নিহতের ঘটনায় তার ভাই থানায় অজ্ঞাত অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
জানা গেছে,গত বৃহস্পতিবার দুপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলাউদ্দিন জুড়ী থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের হাতলিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আলাউদ্দিন নিহত। আহত হন অটোরিকশা দুটির চালকসহ আরও দুই যাত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। এসময় দুর্ঘটনা কবলিত অটোরিকশা দুটি জব্দ করা হয়। তবে গাড়ি দুটির চালককে পাওয়া যায়নি।