শায়খুল হাদিস হযরত মাওলানা শায়খ আব্দুল বারী ধর্মপুরী সাহেবের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৭ এপ্রিল ২০২২, ৫:৩০ অপরাহ্ণ
শায়খুল হাদিস, হযরত মাওলানা শায়খ আব্দুল বারী (ধর্মপুরী সাহেব) ইন্তেকাল করেছেন।
উলামা পরিষদ মৌলভীবাজার এর সম্মানিত সভাপতি মৌলভীবাজার জেলার প্রবিন শ্রদ্ধাভাজন আলিমে দ্বীন,
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম টাইটেল মাদরাসা মৌলভীবাজার এর শায়খুল হাদিস, হযরত মাওলানা শায়খ আব্দুল বারী (ধর্মপুরী সাহেব)’ ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন!
আল্লাহ তায়ালা তার বান্দাকে জান্নাতের সুউচ্চ মাক্বাম নসীব করুন। আমীন।
আজ বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে মৌলভীবাজার শহরস্থ নিজ বাসভবনে
ইন্তেকাল করেন। মুত্যুকালে মরহুমের বয়স ছিল ৮৬ বছর।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল ৭ এপ্রিল সকাল ১১ ঘটিকার সময় ( হযরত সৈয়দ শাহ মোস্তফা ঈদগাহ) মৌলভীবাজার পৌর টাউন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এবং পূর্ব ধরকাপন জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের আলা মাকাম দান করুন।