ফার্মে কাজ করছিলেন তিন বাংলাদেশী, বেপড়োয়া গাড়ি তাদের মেরে ফেলে
প্রকাশিত হয়েছে : ৬ এপ্রিল ২০২২, ৭:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সৌদি আরবের খোবার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী কর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) সৌদিআরবের খোবার এলাকার আবুহাদরিয়া রোডে এই ঘটনা ঘটে। সৌদির বাংলাদেশ দ্রুতাবাসের লিগ্যাল এসিট্যান্ট ফয়ছল আহমেদ পূর্বদিককে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাইওয়ের পাশে ফার্মে কর্মরত ছিল, বেপড়োয়া গাড়ি রাস্তা থেকে বের হয়ে গিয়ে তাদের উপরে উঠে যায়। মৃত্যুজনিত মামলা খোবার ট্রাফিক অফিসে রেজিস্টার্ড করা হয়েছে। কর্মীগণ মেসার্স ইয়ামামা কোং তে কর্মরত ছিলেন। মৃতদেহ সমূহ দ্রুত বাংলাদেশে প্রেরণের নিমিত্ত দুতাবাসের শ্রমউইং হতে মৃতদের নিয়োগকর্তা কোম্পানির সাথে যোগাযোগ অব্যাহত আছে।
তিনি জানান, নিহতরা হলেন, বাবুল মিয়া পিতা আশ্রাব আলী, রাজু মিয়া পিতা আব্দুল হালিম, নয়ন সর্দার পিতা নুর আলম। নিহতদের পরিচয় ও ঠিকানা এখনো জানা যায়নি। বাংলাদেশ দ্রুতাবাসের 00966570212180 নাম্বারে কেউ পরিচয় জানলে জানাতে পারবেন।