রাজনগরে শহিদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত-১
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২২, ১২:৫১ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্বাধীনতা দিবসে শহিদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাবেল নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫/২০জন গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এর মধ্য থেকে উন্নত চিকিৎসার জন্য ৫জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পাবেল উপজেলার ঘরগাঁও এলাকার রহিম মিয়ার ছেলে।
এঘটনায় নিহত পাবেল এর বাবা রহিম মিয়া বাদী হয়ে ২৭ মার্চ রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা রাখা হয়েছে আরও ৩০/৩৫ জনকে।
মামলর এজহার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে ফুল দিতে আসেন যুবলীগের শাহনুর ও ফৌজি গ্রুপের নেতাকর্মীরা। ফুল দেয়ার সময় এক পর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালিন সময়ে পাবেল নামের শাহনুর গ্রুপের যুবলীগ কর্মী মারা যায়। আরও ১৫/২০জন আহত হন। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মামলায় আসামীরা হলেন, (১) ফৌজি মিয়া (২) সাম্মু (৩) আফজাল (৪) মোঃ লোকমান হোসেন (৫) সফর আলী (৬) অঞ্জন দাশ (৭) ফরহাদ (৮) ইমরান আলী (৯) লিটন দাশ (১০) মাহিম (১১) শরিফ উদ্দিন(১২) রেদওয়ান (১৩) আকিল (১৪) আহাদ (১৫) নাহিদ মিয়া।
এবিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।