মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলে আলোচনা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২২, ৮:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সকালে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থএডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ । এছাড়াও বক্তব্য রাখেন স্কুলের চেয়ারম্যান এটি এম শরীফুল আমীন সুমন, ইম্পিরিয়েল কলেজের লেকচারার হাফেজ তাজুল ইসলাম, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মজিদ, কবির হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক ফখরুল ইসলাম, বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা: সাজেদা খানম। সভায় সভাপতিত্ব করেন স্কুলের ডিরেক্টর হিরাজ আলী শাহ। উদ্বোধনী বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল উমর ফারুক টিপু।
সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।