গণহত্যা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২২, ৮:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শাহ মোস্তফা রোডের পাশে অবস্থিত গণকবরে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সর্বস্থরের মানুষের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুক্রবার (২৫ মার্চ) সকালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদারসহ অনেকে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন এর সহযোগিতায় আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এ আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধাগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জলনের আয়োজন করা হয়েছে।