মৌলভীবাজার পলিটেকনিকে মুক্তিযোদ্ধাদের কন্ঠে স্মৃতিচারণ
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২২, ৪:০২ অপরাহ্ণ
এমপিআই প্রতিনিধি ::
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে ২৫শে মার্চ গণহত্যা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১ টায় অত্র ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এই স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুনিয়র ইন্সট্রাক্টর ইসতিয়াক আহমেদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ বক্তৃতা রাখেন মৌলভীবাজার সদর উপজেলার ডেপুটি কমান্ডার হোসেন আহমেদ, বলরাম নাথ, আনোয়ার খান।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, একাডেমিক ইনচার্জ প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইনস্টিটিউটের সকল টেকনোলজির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে মুক্তিযোদ্ধাদেরকে স্ব-সম্মানে ক্যাম্পাসে বরণ করে নেন অত্র ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় রাস্তার দুই পাশে সাড়িবদ্ধভাবে ছিলো লাল-সবুজের পতাকা। এছাডাও মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনে তৎপর ছিল মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ।
স্মৃতিচারণ মূলক বক্তব্যে মুক্তিযোদ্ধারা তাঁদের স্ব-চোখে দেখা ও নিজেদের কলা-কৌশল সম্পর্কে আলোচনা করেন। ২৫ শে মার্চ গণহত্যার নির্মম ইতিহাস শিক্ষার্থীদের সামনে ব্যাক্ত করেন।
পূর্বদিক/নাঈম/কামরান/২৪মার্চ২০২২