কমলগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২২, ১০:২৫ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জের পারোয়াবিলে রিতা সাঁওতাল (১৪) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পারোয়াবিল সাঁওতাল পল্লিতে এ ঘটনা ঘটে। স্কুল ছাত্রী রিতা ওই গ্রামের প্রেমলাল সাঁওতালের মেয়ে ও মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা ও পরিবারের লোকজন জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রিতা হঠাৎ অসুস্থ হয়ে বমি করতে থাকে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে তারা লাশ নিয়ে বাড়ি ফিরে আসেন এবং কাউকে না জানিয়েই মঙ্গলবার সকালে সৎকারের চেষ্টা করেন। স্কুল ছাত্রীর আকস্মিক মৃত্যুর ঘটনা এলাকাবাসীর কাছে রহস্যজনক মনে হয়। তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ থানা পুলিশ তার বাড়িতে পৌঁছে মৃত্যুর কারন জানতে চায়। কিন্তু পরিবারের সদস্যদের বক্তব্য সন্দেহ হলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়। এরপর র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
কমলগঞ্জ থানার এসআই পবিত্র কুমার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে মৃত্যুর কারন।