কমলগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২২, ১০:১৯ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
মাওলানা মো. আবু খয়েরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোবাশ্বির আলী, মাওলানা হাফিজ সাজ্জাদুর রহমান, মুক্তিযোদ্ধা মাওলানা কেরামত আলী প্রমুখ। পরে দোয়া ও বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।