রমজানে নিম্ন আয়ের পরিবার পাবেন টিসিবির পণ্য
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২২, ১২:৪০ পূর্বাহ্ণ
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে শনিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের মৌলভীবাজার জেলায় নিম্ন আয়ের পরিবারের জন্য সরকার কর্তৃক টিসিবির পণ্য বিক্রয় উপলক্ষে এক প্রেস ব্রিফিং করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান বাধন।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও বলেন, আগামী ২০ মার্চ সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করবেন। এতে মৌলভীবাজার জেলায় রমজান মাসে দুই ধাপে সুবিধাভোগীদের নির্ধারিত কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য উপকারভোগীদের কাছে সরবরাহ করা হবে।