সরওয়ার আহমদের ’জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২২, ৪:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
লেখক ও সাংবাদিক সরোয়ার আহমদের প্রণীত জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার ১৯ মার্চ দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সহ-সভাপতি নূরুল ইসলাম শেফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান।
আরো বক্তব্য রাখেন কথাশিল্পী আকমল হোসেন নিপু, ইমজার সভাপতি রাধাপদ দেব সজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম উমেদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের বক্তব্য রাখেন সাংবাদিক সরওয়ার আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেনপ্রেকাশনা সংস্থা কোরাসের পরিচালক মুজাহিদ আহমদ।