বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা, পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২২, ১২:২৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ই মার্চ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা ও সদর উপজেলার যৌথ আয়োজনে মডেল রিসোর্স সেন্টারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে “ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর ❞ আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে ও সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. জুলফিকার আলী বাবুলের পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের ফিল্ড অফিসার হাফিজ ইয়াহিয়া আহমদ চৌধুরী।
অনুষ্ঠানের সূচনা কার্যক্রম সকাল ৯ টা থেকে পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে শুরু হয়। প্রতিযোগিতা পর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের ৭০ জন শিশু অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিষয় ছিল হামদ, নাত ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।
এসময় উপস্থিত ছিলেন আব্দুর নূর আনওয়ারী, মাও. মো. ইউসুফ আলী, মাও. মুজাহিদ আহমদ, সাংবাদিক রাজন আহমদসহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।