পবিত্র শবে বরাত আজ
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২২, ৪:৪৩ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক::
পবিত্র শবে বরাত আজ। মুসলমানদের কাছে এই রাতের গুরুত্ব অত্যাধিক। নফল নামাজ, রোজা, যিকিরের মধ্য দিয়ে এই রাতে ইবাদতে মশগুল থাকেন মুসল্লীরা। কেন্দ্রীয়ভাবে পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) মৌলভীবাজারের বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব ও বাদ এশা এবং রাত ২টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র শবে বরাত এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া শহরের শাহ মোস্তফা দরগাহ মসজিদে, বাজার মসজিদ, চৌমুহনী দেওয়ানী মসজিদে বিভিন্ন আয়োজন করা হয়েছে।
কোভিড-১৯ প্রতিরোধে সব ধর্মপ্রাণ মুসল্লিদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।