নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২২, ১০:২৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক স্কুল শিক্ষিকার নিজ বাসার বেডরুম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে শ্রীমঙ্গলের সুরভী পাড়া এলাকায় একটি বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ঝর্ণা কুর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। ঝর্ণা স্বামী সন্তান নিয়ে শহরের এই ভাড়া বাসায় থাকতেন।
ঝর্ণার স্বামী সঞ্জয় কুর্মী বলেন, আমি সকালে ঝর্নাকে বাসায় রেখে শহরে আসি। দুপুরে খবর পাই সে আত্মহত্যা করেছে। বাসায় গিয়ে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।
তবে ঝর্ণার চাচা পলাশ কুর্মী অভিযোগ করে বলেন, ঝর্ণাকে মেরে গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।এটি একটি পরিকল্পিত হত্যা। আমরা বিচার চেয়ে থানায় মামলা করবো।
শ্রীমঙ্গল থানার এসআই সিরাজুল ইসলাম জানান, পারিপার্শিক আবস্থা দেখে মনে হচ্ছে এটা আত্মহত্যা। তবুও আমরা তার স্বামী সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারন জানা যাবে।