মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২২, ৪:৩৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) এ উপলক্ষে গতকাল দুপুর ১২ ঘটিকার সময় ‘জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার’ এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব, মোঃ আব্দুল হক (শিক্ষা ও আইসিটি) এর সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, আল আমিনের সঞ্চালনায় এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ক্যাবের প্রতিনিধি, সিসিএসের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এর আগে সর্বসাধারণের অবগতির জন্য একটি বর্ণাঢ্য ট্রাক-শো এর শুভ উদ্বোধন করা হয়।