কুলাউড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরীর দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২২, ১১:৪৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
কুলাউড়া উপজেলাধীন ৮ নং রাউৎগাউ ইউনিয়নের পালোগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরী এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় তাঁর পারিবারিক কবরস্থানের পাশে জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।
এর আগে, পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, কুলাউড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, সহ অনেক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
উল্লেখ্য, আব্দুল মালেক চৌধুরী মৃত্যুর সময় তার স্ত্রী, চার সন্তান ও এক মেয়ে রেখে মারা যান। প্রথম সন্তান নূরুল আলম চৌধুরী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত আছে। ২য় সন্তান মাহবুব আলম চৌধুরী মাদ্রায় শিক্ষকয়তা করেন। ৩য় সন্তান জাহাঙ্গীর আজম চৌধুরী মৌলভীবাজার প্রাণী সম্পদ দপ্তরে উপ-সহকারী হিসাবে কর্মরত আছ। ৪র্থ মেয়ে আসমা শিরিন চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন।
সর্ব কনিষ্ঠ সন্তান এম. আর. মামুন চৌধুরী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি অধ্যায়নরত অবস্থায় আছেন।