নেতৃত্বের প্রতিযোগীতা যেন প্রতিহিংসায় পরিণিত না হয়: নানক
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২২, ১১:১০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, একটানা আমাদের ১৩ বছরের কার্যক্রমে নেতৃত্বের মধ্যে অনেক প্রতিযোগীতা হয়েছে। নেতৃত্বের প্রতিযোগীতা যেন প্রতিহিংসায় পরিণিত না হয়। বিষয়টি নেতৃবৃন্দকে উপলদ্ধি করতে হবে। ৩০ লক্ষ মানুষের ঘর বাড়ি তৈরি করে দিয়েছে আওয়ামীলীগ সরকার।
সোমবার দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপ্যাধ্যক্ষ আব্দুস শহীদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য মুশফিকুর রহমান চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন ও সৈয়দা জোহুরা আলাউদ্দিন, পৌর মেয়র ফজলুর রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন প্রমুখ। প্রতিনিধি সভায় জেলার প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।