আমাদের ঈমান তো শেখ হাসিনার কাছে: আহমদ হোসেন
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২২, ১০:৪৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, প্রতিনিধি সভায় আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে। একাইতো আওয়ামীলীগ। এটাই আওয়ামীলীগের গণতন্ত্র। সুখ দু:খের কথা সবাই বলতে পারেন। এটা আমাদের গণতন্ত্র। অনেকেই নির্বাচনের মনোনয়ন নিয়ে কথা বলেছেন। মনোনয়ন তো শেখ হাসিনা দিয়েছেন। তা হলে এখানে এতো কথা কেন। আমাদের ঈমান তো শেখ হাসিনার কাছে। তাহলে তিনি যা বলেছেন তাই করতে হবে।
সোমবার (১৪ মার্চ) সকালে শুরু হয় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভা। এই প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য আহমদ হোসেন এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার কারণেই বাড়িতে ঘুমাতে পারেন। সবাই সম্মান দেয়। সুতরাং শেখ হাসিনার কথা শুনতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি আছেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তার বক্তব্য রাখবেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো শাহাব উদ্দিন, সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য মুশফিকুর রহমান চৌধুরী, আজিজুস সামাদ ডন, সংরক্ষিত মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন।
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ ও পরিচালনা করছেন সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
মৌলভীবাজার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান জানান, দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে আজকের এই প্রতিনিধি সভা। প্রায় ১৭৭০ জন প্রতিনিধি এই সভায় যোগ দিয়েছেন। এর মাধ্যমে দল আরো সুসংগঠিত হবে।