আওয়ামীলীগের হাতে দেশের ভবিষৎ: হানিফ
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২২, ১১:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমবুবুল আলম হানিফ বলেন, গত ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে তৃনমূল নেতা কর্মীদের মাঝে কিছু ভুলবুঝাবুঝি হয়েছে। এই ত্রæটিগুলো সমাধান করে আমাদের এগিয়ে যেতে হবে। আওয়ামীলীগের হাতে দেশের ভবিষৎ। পাকিস্তান এখনও চায়না এ দেশ এগিয়ে যাক। তাই এখনও তাদের প্রতিনিধি জামাত-বিএনিপ দিয়ে বিরোধীতা করছে। তারা পাকিস্তানি সৈনিক হিসেবে কাজ করছে। এক সময় বিদ্যুৎ এর জন্য মানুষ অপেক্ষা করত। কিন্তু এখন বিদ্যুৎ যায় না। লোডশোডিং কি নতুন প্রজন্ম জানেনা।
সোমবার দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপ্যাধ্যক্ষ আব্দুস শহীদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য মুশফিকুর রহমান চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন ও সৈয়দা জোহুরা আলাউদ্দিন, পৌর মেয়র ফজলুর রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন প্রমুখ। প্রতিনিধি সভায় জেলার প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।