আওয়ামীলীগের প্রতিনিধি সভা শুরু
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২২, ১২:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভা শুরু হয়েছে। সভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ নেতৃবৃন্দ।
সোমবার (১৪ মার্চ) সকালে শুরু হয় এই প্রতিনিধি সভা। সভার শুরুতে বক্তব্য রাখছেন জেলা বিভিন্ন ইউনিটের নেতারা এবং নব নির্বাচিত জনপ্রতিনিধিরা।
এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো শাহাব উদ্দিন, সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য মুশফিকুর রহমান চৌধুরী, আজিজুস সামাদ ডন, সংরক্ষিত মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন।
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ ও পরিচালনা করছেন সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
মৌলভীবাজার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান জানান, দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে আজকের এই প্রতিনিধি সভা। প্রায় ১৮০০ জন প্রতিনিধি এই সভায় যোগ দিয়েছেন। এর মাধ্যমে দল আরো সুসংগঠিত হবে।