জমকালো আয়োজনে শেষ হলো আলী আমজাদের “কার্নিভাল ২০২২”
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২২, ১০:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে গত ১১ মার্চ ২০২২ (শুক্রবার) অনুষ্ঠিত হয়ে গেল “কার্নিভাল ২০২২”। এতে উপস্থিত হয়ে আনন্দে মেতে উঠেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
দুপুরে শোভাযাত্রার মাধ্যমে শহর প্রদক্ষিণ শেষে নিজ বিদ্যালয়ে ফিরে আসেন শিক্ষার্থীরা। এর পরেই শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনসহ অন্যান্য অতিথিরা। তারা বিদ্যালয়ের সাথে জড়িত বিভিন্ন স্মৃতি এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন।
১৯৩২ সালে প্রতিষ্ঠিত হওয়া এই বিদ্যালয়ের সাফল্যমন্ডিত ইতিহাস সম্পর্কে বর্তমান শিক্ষার্থীদের অবগত করেন অতিথিরা। এ সময় বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অতিত স্মৃতিচারণ করেন।
সাবেক শিক্ষার্থী শামীম আরা বেগম বলেন, বিভিন্ন কারণে আমার ব্যাচের কোনো সহপাঠিই আসতে পারেননি। কিন্তু শহরে থাকায় বিদ্যালয়ের প্রতি ভালোবাসা থেকে আজকে আমার আসা।
সন্ধার পর শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর পরই শুরু হয় প্রধান আয়োজন। একে একে গান পরিবেশন করেন আগত শিল্পীরা। যদিও প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতান বিখ্যাত ব্যান্ড শিরোনামহীন ও কুড়েঘরের সংগীতশিল্পীরা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক এমপি নবাব আলী আব্বাছ খান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ অন্যান্যরা।
সাবেক শিক্ষার্থীদের মতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা ভবিষ্যতে আবারো একইভাবে মিলিত হতে চান নিজের এই শিক্ষাপ্রাঙ্গনে।