মনগড়া পদোন্নতি দিয়ে শোকজ খেলেন মৌলভীবাজার বিএনপির সেক্রেটারী
প্রকাশিত হয়েছে : ৩ মার্চ ২০২২, ৯:২২ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
কেন্দ্রকে অবগত না করে মনগড়া পদোন্নতি প্রদান করার দায়ে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে শোকজ করেছে কেন্দ্রীয় বিএনপি।
বুধবার (২ মার্চ) শোকজ পত্রটি আসে পূর্বদিকের কাছে। গত ২১ ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্যাডে সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. সাখাওয়াত হাসান জীবনের স্বাক্ষারিত একটি পত্রের মাধ্যমে মিজানুর রহমান মিজানকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।
চিঠিতে বলা হয়, মৌলভীবাজার জেলা বিএনপি দলের সকল কার্যক্রম অব্যাহত রেখেছে, কিন্তু গত ৯ আগষ্ট ২০২১ তারিখে জেলা বিএনপির একজন সহ-সভাপতি ও একজন সাংগঠনিক সম্পাদকসহ আপনি একজন সহ-সাংগঠনিক সম্পাদক এম এ রশীদ ও সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াওর আহমদ, এই দুইজনকে সহ-সভাপতি হিসাবে পদোন্নতির সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় দপ্তরসহ আমরা অবগত হয়েছি এবং মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতিও বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারে জেলা সভাপতি সংশ্লিষ্ট নন। তাছাড়া কেন্দ্রের অনুমতি ছাড়া আপনারা কাউকে কোনরূপ পদোন্নতি দিতে পারেন না। এধরনের কর্মকান্ড জেলা বিএনপির শৃঙ্খলা বিনষ্ট করছে ও দলের মধ্যে বিভাজন তৈরী করছে। অতএব এই পদোন্নতির চিঠি দুইটি কেন অকার্যকর হবে না তা সাত দিনের মধ্যে জানাবেন এবং আশা করি ভবিষ্যতে আপনারা এধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন।
এই চিঠির অনুলিপি দেয়া হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানকে।
এবিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, আমি এবিষয়ে কিছু জানি না। এই ধরণের কোন কাগজ পত্র আমার কাছে আসেনি।