দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা বিএনপি একাংশের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৩ মার্চ ২০২২, ৩:৩৪ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ মার্চ বুধবার দুপুরে মৌলভীবাজার চৌমুহনা টিসি মার্কেটের সামনে চাল, ডাল ও তেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ( ভি.পি মিজান), বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, সহ- সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা সেচ্ছাসেবক দল সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমদসহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ টিসি মার্কেটের সামন থেকে মিছিল নিয়ে চৌমুহনা হয়ে শমসেননগর রোডে গিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি করেন।