দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২ মার্চ ২০২২, ৫:১২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার (৩ মার্চ) দুপুর ১২ টায় প্রেসক্লাব সন্মুখে পথসভায় মিলিত হয় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। সমাবেশ ও র্যালী শুরুর পূর্বে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করে বিএনপি।
বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র মো. ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিন বকস, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ, যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএপির সহ সভাপতি বদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শামিম আহমদ, পৌর বিএরপির সভাপতি সাবেক কমিশনার অলিউর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমদ, সদর থানা বিএনপির সেক্রেটারী মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামিম জাফর, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, সৈয়দ ফয়ছল আহমদ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ইমানী, জাসাসের সদস্য সচিবের জসিম আহমদ তালুকদার।
বিক্ষোভ সমাবেশ সাবেক মেয়র মো. ফয়জুল করিম ময়ুন বলেন, সরকারের কোন নিয়ন্ত্রণ এখন কোথাও নেই। যদি সরকারের নিয়ন্ত্রণ থাকতো, গণতান্ত্রিক সরকার হতো, তাহলে দ্রব্যমূল্যের দাম এতো বাড়তো না। চাল ডাল তেল শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক ম‚ল্যবৃদ্ধিতে সীমিত আয়ের মানুষ আজ দিশেহারা হয়ে পরেছে। দ্রব্যম‚ল্যের উর্ধ্বগতির জন্যে উচ্চ মধ্যবিত্তরাও মুখ লুকিয়ে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করছেন। কেউ পায় কেউ খালি হাতে ফিরে যায়। যা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। এই অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে। তা না হলে দেশের মানুষ না খেয়ে মরবে।
সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব সম্মুখ থেকে শুরু হয়ে বেরিরপাড় পয়েন্টে গিয়ে শেষ হয়। সমাবেশ ও র্যালীতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।