কুলাউড়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ সংবর্ধনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদ্রাসার সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় হাজীপুরে হাজী এম এ মালিক আছকিরুননেছা সুন্নি দাখিল মাদ্রাসায় প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রæপের অর্থায়নে মাদ্রাসা মাঠে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রটৌকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজুকে সংবর্ধনা ও ছাত্র ছাত্রীর মাঝে ড্রেস বিতরন করা হয়।
হাজী এম এ মালিক আছকিরুননেছা সুন্নি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবিরের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সুপার জুবায়ের আহমদ জুবেল এর পারচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রটৌকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু। বিশেষ অথিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আ. স. ম কামরুল ইসলাম, ভারপাপ্ত উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান, ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল।
এছাড়াও উপস্থিত ছিলেন, হাজীপুর ইউপি চেয়ারম্যান মো. ওয়াদুদ বক্স, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক আলাউদ্দিন, সংযুক্ত আরব আমিরাত ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক এম নাজমুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিন আহমদ, জমসেদ আলী, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, ইউপি সদস্যা শেলিনা আক্তার ইউপি সদস্যা শেলিনা বেগম, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, ইউপি সমদস্য আব্দুল মুনিম, প্রবাসী মিনার মিয়া, পতনউষার সাবেক ইউপি সদস্য কবির আহম ক্বারী এমরান আলী, খালেদুজ্জামান পারবেজসহ এলাকার অভিভাবকবৃন্দ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা প্রমুখ।
আলোচনা শেষে প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রæপের অর্থায়নে ৩০০ ছাত্র ছাত্রী ও ১২ জন শিক্ষককের মাঝে ড্রেস বিতরন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রটৌকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু।