ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ৮:৫২ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রæয়ারি ) দিনব্যাপী জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য্যের লিলাভুমি মাধবপুর লেক এলাকায় এ বনভোজন অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব থেকে দুটি মিনিবাস যোগে ক্লাবের সকল সদস্য ও পরিবারের সদস্যদের নিয়ে কমলগঞ্জের মাধবপুর লেকের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া হয়।
সেখানে সড়ে ১০ টায় পৌছে সকালের নাস্তার সেরে খেলাধুলা, লেক এর পাড়, টিলা ঢালায় আনন্দ ভ্রমণ, ফটোসেশন অনুষ্ঠিত হয়। জুম্মুা নামাজের বিরতি’র পর দুপুর তিন টায় মধ্যাহৃভোজন অনুষ্ঠিত হয়।
দুপুরের খাবারের পর অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাকেঁ সবাই ফটোসেশন নিয়ে ব্যাস্ত ছিলো। কেউ সেলফি কেউ বিভিন্ন স্টাইলে ছবি তুলতে ব্যস্ত।
সব শেষে অনুষ্টিত হয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী। প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী এর সভাপতিত্বে ও সম্পাদক ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্টানে অতিথি হিসেবে পুরস্কার বিতরণী কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলার পরিষদের সদস্য হেলাল উদ্দিন। র্যাফেল ড্র ছাড়াও বনভোজনের উপস্থিত ক্লাবের সকলসদস্যদের স্ত্রী ও সন্তানদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
র্যাফেল ড্র’তে ১ম পুরস্কার জিতেন (ওয়াটর কোম্পানীর একটি দামী মোবাইল ফোন) প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ এর সহধর্মিনি জাহেদা খানন মিফতি। এছাড়াও র্যাফেল ড্র’তে ৬ষ্ঠ পুরস্কার জিতেন সৈয়দ ছায়েদ আহমেদ।