কুলাউড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, থানায় মামলা
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২:২৪ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। এনিয়ে ব্রাম্মনবাজার এলাকার হিঙ্গাজিয়া গ্রামে মুক্তিযোদ্ধার ক্ষয়ক্রিত জমির ফিসারি পারে মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনকে দখলদাররা দেশীয় অস্ত্রদিয়ে হামলা চালিয়ে ৩ জনকে আহত করেন। পরে আহতদের কুলাউড়া ও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা ১৭ ফেব্রুয়ারী হলেও এক সপ্তাহ পর মুক্তিযোদ্ধার ছেলে বাদি হয়ে ৭ জনকে আসামী করে থানায় মামলা করেন।
মুক্তিযোদ্ধার ছেলে সামছু উদ্দিন লিখিত বক্তব্য বলেন, খরিদ সূত্রে ২৫ শতক জমির মালিক। এ জমির উপর একটি ফিসারী স্থাপন করা হয়েছে। এখানে শাহাজালাল ফিসারী নাম দিয়ে একটি সাইনবোর্ড লাগিয়ে মৎস্য উৎপাদন করে আসছি। স্থানীয় প্রভাবশালী শফিক মিয়া মাতুব্বরের মদতে জুনেল আহমদ, হেলাল আহমদ, পায়েল আহমদ,শফিক মিয়া, লাকি মিয়া, রাজা মিয়া, ওয়াহিদ আলীগংরা রাতের আধারে ফিসারীর মাছ ধারিয়া নিয়ে যায়। পাশাপাশি ফিসারীর সাইনবোর্ড ভাঙ্গিয়া ফিসারী দখলে নেওয়ার চেষ্ঠা করেন। এনিয়ে গত ১৭ ফেব্রুয়ারী দখলদারা দেশিও অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হামলা চালিয়ে আহত করে। পরে আহতবস্থায় স্থানীয় লোকজন এসে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর দুইজনের অবস্থা আশংকা থাকায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নানাভাবে ক্ষতি করার কথা বলে প্রাণনাশের হুমকি প্রদান করছেন হামলাকারীরা।
জমি দখলদার জুনেল আহমদ এর সাথে যোগায়োগের চেষ্টা করে পাওয়া যায়নি। কুলাউড়া থানার অসি বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উভয় পক্ষের মামলা হয়েছে।