মৌলভীবাজারে ইউনিয়ন পর্যায়ে বিএনপির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ৫:৫২ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি ::
মৌলভীবাজারে তৃণমূলকে সংগঠিত করতে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় করছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়ন পূর্ব শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। চাঁদনিঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির সহ-সভাপতি মো. হেলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ মতিন বকস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইদ্রিছ আলী, সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামিম জাফর, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, সৈয়দ ফয়সল আহমদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সভায় এম নাসের রহমান বলেন, দলকে শক্তিশালী করতে নতুন করে ঢেলে সাজানো হবে। তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করতে প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে মতবিনিময় সভা করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করা হবে। এতে করে বিএনপির সংগঠন মজবুত হবে। নতুন নেতৃত্বে দলের জন্য নিবেদীত ত্যাগী নেতাকর্মীদের স্থান দেয়া হবে। এতে করে দলের নেতাকর্মীরা নব উদ্যোমে উজ্জিবিত হবে।
এর আগে গত মঙ্গলবার খলিলপুর ও মনুমুখ ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনের জন্য এই দুই ইউনিয়নে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী এক মাসের মধ্যে সব ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলন করার নির্দেশ দেয় হয়।