কুলাউড়া আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
জেলা প্রশাসক মৌলভীবাজার কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের কুলাউড়া উপজেলায় তৃতীয় পর্যায়ের কাজ পরিদর্শন।
আজ ২০ ফেব্রুয়ারি মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন ২৬টি গৃহ নির্মাণ কাজের তদারকি করেন। এ সময় তিনি গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের এই পর্যায়ের কাজ বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুলাউড়া এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলার অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ইঞ্জিনিয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।