শ্রীমঙ্গলের মেয়ে ক্যাডেট সোনিয়া বিশ্বসমুদ্রে পদার্পণ করবে
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ৪:৫২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মেরিন একাডেমির ৫৬তম ব্যাচের ক্যাডেট শ্রীমঙ্গলের মেয়ে সোনিয়া আক্তার একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সম্পন্ন করার পর সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্ব সমুদ্রে পদার্পণের গৌরব অর্জন করেছেন।
বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬তম ব্যাচের ৩৫৯ জন নতুন ক্যাডেট বিশ্ব সমুদ্রে পদার্পণ করছেন। এর মধ্যে ৩০০ জনের চাকরি দেশি-বিদেশি শিপিং কোম্পানি নিশ্চিত করেছে, বাকি ক্যাডেটদের চাকরি প্রক্রিয়াধীন।
৫৯ বছরে এ একাডেমি ৫ হাজার ৯০ জন ক্যাডেটকে প্রশিক্ষিত করেছে। বর্ণিল আয়োজনে ৫৬তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড) অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি ২০২২) সকালে মেরিন একাডেমিতে কুচকাওয়াজে প্রধান অতিথি ভিডিও কনফারেন্সে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিথি ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
৫৬তম ব্যাচে নটিক্যাল শাখার ১৭২ জন, ইঞ্জিনিয়ারিং শাখায় ১৮৭ জন ক্যাডেটসহ ৩৫৯ জন ২ বছর মেয়াদি একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সম্পন্ন করেছে।
বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬তম ব্যাচের ইঞ্জিনিয়ারিং শাখায় শ্রীমঙ্গল শহরের ফল ব্যবসায়ী মো. হারুন অর রশীদের মেয়ে সোনিয়া আক্তার ২ বছর মেয়াদি একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সম্পন্ন করায় বাংলাদেশ মেরিন একাডেমি পদক অর্জন করে।
সোনিয়া ২০০০ সালের ১৭ ডিসেম্বর শ্রীমঙ্গলের রূপসপুর গ্রামে জন্মগ্রহণ করে। ২০১৭ সালে শ্রীমঙ্গল সরকারি গার্লস স্কুল থেকে এসএসসি ও ২০১৯ সালে এইসএসসি বিজ্ঞান শাখায় পাশ করে। এরপর মেরিন একাডেমিতে ভর্তির সুযোগ পায়। সে গত ২ বছরে ক্যাটেড কোর্স সম্পন্ন করে।