হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ অবহিতকরণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ৫:১৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়োজিত এনজিও কর্তৃক হাইজিন প্রমোশন কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কে জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় উপ-পরিচালক (স্থানীয় সরকার) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী খালেদুজ্জামান ও এম মোবারক আলী, পরিচালক, এস বি এস এস সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।