সরকারি কোষাগারে ২৫ লক্ষ টাকা জমা দিল মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ৯:২৪ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি:
সকল প্রকার রাজস্ব আয় থেকে ও বিভিন্ন সময়ে মামলার জব্দকৃত আলামত নিলামে বিক্রি করে অর্জিত প্রায় সাড়ে ২৫ লাখ টাকা সরকারের কোষাগারে জমা প্রদান করেছে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সরকারের কোষাগারে বিপুল পরিমাণ অর্থ জমা দেয়াকে ইতিবাচকভাবে দেখছে আইনজীবী, সুশীল সমাজ ও বিচারপ্রার্থী জনগণ। এই নজির ইতোপূর্বে হয়নি করোনা ভাইরাস কোভিড-১৯ মহামারির কারণে গত এপ্রিল ২০২১ খ্রি. হতে আগস্ট ২০২১খ্রি. পর্যন্ত প্রায় ৫ মাস আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যহত না হলে উক্ত টাকার দ্বিগুন রাজস্ব সরকারি কোষাগারে জমা প্রদান করা যেত বলে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়, নিলামে বিক্রিকৃত মালামাল ও সকল প্রকার রাজস্ব আয় থেকে প্রাপ্ত ২৫,৩৬,৭১০/- টাকা ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।