মৌলভীবাজারে ৪ জন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান
প্রকাশিত হয়েছে : ৮ ফেব্রুয়ারি ২০২২, ৫:৩৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে চালের অবৈধ মজুদ রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
আজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঊর্মি রায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক, পাট উন্নয়ন কর্মকর্তা, জেলা বাজার মনিটরিং কর্মকর্তাসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন অপরাধে ৪ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।