কুলাউড়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ২ বিদ্যুৎকর্মী নিহত
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি ২০২২, ৬:৩১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার- কুলাউড়া সড়কের লোহাইউনি এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কর্মী নিহত হয়েছেন।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজারের লোহাইউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার বাসিন্দা বুলবুল আহমেদ (৪২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ফখর উদ্দিন (২৫)। তারা উভয়ই কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রের টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।
জানা যায়, মোটরসাইকেলযোগে বুলবুল ও ফখর কুলাউড়া থেকে মৌলভীবাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে লোহাইউনি এলাকায় পৌঁছা মাত্র কুলাউড়াগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার উপ পরিদর্শক (এস আই) আব্দুর রহিম বলেন, তাঁরা দুইজনই কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রে চাকরি করেন। নিহতদের আত্মীয় স্বজনের সাথে আলাপ করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি বলেন, খবর পেয়ে বাসটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।