আপার কাগাবলা ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি ২০২২, ৮:২০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ৪নং আপার কাগাবলা ইউনিয়ন শাখার উদ্যোগে কাগাবলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইমন মোস্তফা ও ইউপি সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান ইউপি হলরুমে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এই সংবর্ধনা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার সাবেক সাধারণ সম্পাদক, সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টার ইউকের পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আমিরুল ইসলাম বেলাল, মৌলভীবাজার জেলা আল ইসলাহর অফিস সম্পাদক মাওঃ মোঃ শফিকুল আলম, জেলা তালামীযের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন,সদর উপজেলা তালামীযের সভাপতি মোঃ মুজিবুর রহমান আজহার প্রমূখ। অনুষ্ঠানে আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ সাহেবকে ৪নং আপার কাগাবলা ইউপির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইউপি চেয়ারম্যান মোঃ ইমন মোস্তফা।