মৌলভীবাজার পৌর মেয়রের পিতার ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি ২০২২, ৮:১৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজার পৌরসভার মেয়রের পিতা মো: আব্দুল হাই মোতালিব মিয়া ঈসালে সওয়াব মাহফিল লতিফিয়া হিফজুল কোরআন মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বাদ জুম্মা মৌলভীবাজারের হযরত শাহ মোস্তফা (র:) এর দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টার ইউকের পরিচালক,লতিফিয়া হিফজুল কোরআন মাদরাসা মৌলভীবাজার এর পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ,ডাঃ কুতুব উদ্দীন এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আজির উদ্দীন পাশা, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্পাদক কবি মুজাহিদ আহমদ,সহযোগি সম্পাদক কবি সালাহ উদ্দীন ইবনে শিহাব,মাদরাসার প্রিন্সিপাল মোহাম্মদ শফিকুল আলম,সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) দরগাহ জামে মসজিদের খতিব হাঃ মির্জা শামীম আহমদ,ছানী ইমাম হাফিজ মোঃ আব্দুল হান্নান প্রমূখ।
এরআগে পবিত্র জুম্মার নামাজের খুতবা প্রদান ও ইমামতি করেন সিরাজাম মুনিরা জামে মসজিদ ও এ্যাডুকেশন সেন্টারের পরিচালক হাফেজ সাব্বির আহমদ। মিলাদ শেষে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।