জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করলেন ড. আব্দুস শহীদ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২২, ৯:২৩ অপরাহ্ণ
এবার জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করলেন বীর মুক্তিযোদ্ধা, উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
তিনি মৌলভীবাজার জেলার একমাত্র রাজনীতিবিদ যিনি শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য।
১৯৯১ সাল থেকে গত সংসদ নির্বাচন পর্যন্ত তিনি এই আসনে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বিজয় অর্জন করেছেন। তিনি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্বেশ্বরপুর গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল বারী সাহেবের ছেলে। ৮ ভাই ৩ বোনের মধ্যে তিনি তৃতীয়।
তাঁর ছোট ভাই ইফতেখার আহমেদ বদরুল রহিমপুর ইউনিয়নের স্বর্নপদকপ্রাপ্ত চেয়ারম্যান।
বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর, জরুরী জন-গুরুত্বপূর্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১), কমিটি পূনর্গঠন, আইন প্রণয়ন কার্যাবলী এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।