বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ৭১ সদস্য কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২২, ৮:৪৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) জেলার সকল উপজেলার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের উপস্থিতিতে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটরিয়ামে এ কমিটি গঠন করা হয়।
জহর তরফদার সভাপতি প্রধান শিক্ষক, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গল, মোঃ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক, শমসের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কমলগঞ্জ, লিটন কুমার পাল সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক, বালিকান্দি আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মৌলভীবাজার সদর।
কমিটি গঠন শেষে আমরা মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নব গঠিত সকল সদস্যদের সাথে আলাপ আলোচনা করেন এবং সকলকে আন্তরিকতার সহিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের সকল ধরনের সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।