মৌলভীবাজারে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২২, ৫:৫৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার জেলাসহ বাংলাদেশের আনাছে কানাছের বস্ত নিষ্ট সংবাদ ও খ্যাতিমান শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে এশিয়ান টেলিভিশন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এশিয়ান টিভির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা র্যালী,আলোচনা সভা,মাস্ক বিতরণ,সাইকেল র্যালী ও শীত বস্ত্র অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এসব কথা বলেন।
এশিয়ান টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: মাহবুবুর রহমান রাহেল এর সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি মো: নজরুল ইসলাম মুহিব এর পরিচালনায়,এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র মো: ফজলুর রহমান, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইয়াছিনুল হক, বিশেষ শাখার ইনচার্জ মো: আবু তাহের।
বিশেষ অতিথির বক্তব্যে পৌর সভার মেয়র মো: ফজলুর রহমান বলেন,এশিয়ান টিভি নাটকের দিক থেকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা আরো সামনে এগিয়ে নিতে তাদের অগ্রণী ভূমিকা রাখবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,মৌলভীবাজার টিভিজানালিষ্ট এসেসিয়েশনের সাধারণ সম্পাদক বকশী মিছবাউর রহমান,মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম এম উমেদ আলী প্রেসক্লাবের সহ- সভাপতি নুরুল ইসলাম শেফুল, মানবজমিন জেলা প্রতিনিধি মু.ইমাদ উদ-দনি, ইউপি সদস্য মো: মোস্তাফিজুর রহমান রুমেন। এসময় জেলার পুলিশ প্রশাসন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও জেলার বিভিন্ন সামাজিক সংগঠকরা উপিস্থিত ছিলেন।