খাঞ্জার হাওরে সেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২২, ৫:০৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের সদর উপজেলার ধান এবং মাছের প্রাকৃতিক অন্যতম উৎসস্থল খাঞ্জার হাওরে সেচ্ছাশ্রমে খাল খননের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খাঞ্জার হাওরে কৃষি জমি চাষাবাদের আওতায় আনার নিমিত্ত ১ নং খতিয়ানভুক্ত খালের সীমানা চিহ্নিতকরণ এবং পানি প্রবাহ বৃদ্ধিতে কৃষকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় শেষে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় মৌলভীবাজার কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, সদর উপজেলা নির্বাহী অফিসার সার্বিনা রহমান, সহকারী কমিশনার (এসিল্যান্ড) মোস্তাফিজুর রহমান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মৌলভীবাজার সদর উপজেলার ধান এবং মাছের প্রাকৃতিক অন্যতম উৎসস্থল খাঞ্জার হাওড়। এ খালটি উদ্ধার ও খনন হলে কৃষক পরিবার সরাসরি উপকৃত হবে। এক ফসলি জমি তিন ফসল চাষাবাদ হবে। বাড়বে ধান ও প্রাকৃতিক মাছের উৎপাদন।