আলহাজ আইয়ুবুর রহমান সাহেবের ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৮ জানুয়ারি ২০২২, ৪:৪৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
আলহাজ আইয়ুবুর রহমান সাহেবের ঈসালে সওয়াব উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) দুুপুরে মৌলভীবাজারের শমসেরগঞ্জের দৌলতপুর গ্রামে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা, নাজিরাবাদ, মির্জাপুর সহ আশপাশের প্রায় দশ হাজার গ্রামের মানুষ এই চেহলামে অংশগ্রহণ করেন। সুুষ্ঠু সুশৃঙ্খলভাবে হাজার হাজার মানুষ মিলাদ ও দোয়া মাহফিলে আসেন। দোয়া পরিচালনা করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারি অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, আপার কাগাবলা ইউনিয়নের চেয়ারম্যান ইমন মোস্তফা, শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ, আইয়ুবুর রহমানের ছেলে ফয়ছালুর রহমান শিলু, টিপু রহমান, সুয়েবুর রহমান, ডা: কুতুব উদ্দিন ট্রাস্টের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম প্রমুখ।
এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেন, মো. আব্দুল আহাদ, ইফতেখার আহমদ রুকন, লন্ডন প্রবাসী মাওলানা আব্দুল হালিম, সৌদি আরব প্রবাসী মাওলানা মো ফজলুর রহমান, মাওলানা মুফতি রুহুল আমিন, এডভোকেট মো আব্দুল গনি, মো. হারুন মিয়া প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ও সুশিল সমাজের প্রতিনিধিরা এবং মৌলভীবাজার প্রেসক্লাব, পূর্বদিকের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মৌলভীবাজার অঞ্চলের সুনামধন্য ব্যক্তি সমাজসেবক আলহাজ আইয়ুবুর রহমান মৃত্যুবরণের পর সৌদি আরবের জান্নাতুল বাকিতে তার দাফন করা হয়। আলহাজ আইয়ুবুর রহমানের ঈসালে সওয়াব উপলক্ষে মৌলভীবাজারের লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও শমসেরগঞ্জ আবরু মিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় খতমে কোরআন করা হয়।