শব্দ দূষণ: মৌলভীবাজারে ফার্ণিচার প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ৭ জানুয়ারি ২০২২, ৭:১২ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক:
মৌলভীবাজার পৌর শহরে আইন অমান্য করে দি নিউ ঢাকা ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার উপর নিষেধাঞ্জা দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বিগত ২৫ নভেম্বর ২০২১ইং তারিখে সদর উপজেলার বড়হাট নামক স্থানে সিলেট রোডস্থ মিলাদ ম্যানশনে পরিচালিত দি নিউ ঢাকা ফার্নিচার নামের কারখানার বিরুদ্ধে উচ্চমাত্রার শব্দ দূষণ দ্বারা পাশ্বর্তী বাসিন্দা, কোচিং সেন্টারের শিক্ষার্থীদের অসুবিধা সংক্রান্ত একটি অভিযোগ পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে দাখিল করা হয়।
পরিবেশ অধিদপ্তর দি নিউ ঢাকা ফার্নিচার এর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে বিগত ০৭ ডিসেম্বর ২১ তারিখে দি নিউ ঢাকা ফার্নিচার নামক কারখানার সকল কার্যক্রম বন্ধের আদেশ এবং ঝুকিপূর্ণভাবে পরিচালিত এ প্রতিষ্টান টিকে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্য অন্য কোন স্থানে স্থানান্থর করার আদেশ প্রদান করে।
কিন্ত পরিবেশ অধিদপ্তরের এ নিষেধাঞ্জা অমান্য করে এরিপোর্ট লিখা পর্যন্ত চলছে দি নিউ ঢাকা ফার্নিচার। এ বিষয়ে দি নিউ ঢাকা ফার্নিচার সত্বাধিকারী মো: আলম মিয়ার বলেন, আমি স্থানীয় মানুষের কাছ থেকে সময় নিয়েছি। অগামী পনেরো তারিখের মধ্যে মেশিন সরিয়ে নিব। তিনি জানান এখনও তিনি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেইতি।
অভিযোগকারী সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন এভাবে সরকারের একটি গুরুত্বপূর্ণ দ্প্তরের আইন অমান্য করে দি নিউ ঢাকা ফার্নিচার তার কার্যক্রম পরিচালনা করেযাচ্ছে এ বিষয়ে আমরা পরিবেশ অধিদপ্তরের কোন পদক্ষেপ দেখতে না পাওয়ায় আমরা হতবাক।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক বদরুল হুদা বলেন, আমরা তো নিষেধাজ্ঞা দিয়েছি। যিনি এটার মালিক তিনি আমার কাছ থেকে সময় নিতে চেয়েছিলেন। আমি সময় দেইনি। আগামী সাপ্তাহের মধ্যে এর ব্যবস্থা নিব।