মৌলভীবাজারে শীতবস্ত্র পেলেন অসচ্ছল নারীরা
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি ২০২২, ৩:৪৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে অসচ্ছল নারীদের মধ্যে উন্নতমানের শীত বস্ত্র সোয়েটার বিতরণ করেছে স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্বা আজিজুর রহমান ফাউন্ডেশন ।
গৃহকর্মি ছুরুপা খাতুন, গৃহকর্মি খুকি বেগম, গৃহিনী আলেয়া আক্তার এর মতো ১৫০ জন অসচ্ছল নারী পেলেন উন্নতমানের শীতবস্ত্র সোয়েটার।
সোমবার (৩ জানুয়ারি) সকালে বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আজিজুর রহমান এর মৌলভীবাজার গুজারাই বাড়িতে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার ও ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা মো.জামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি অপূর্ব কান্তি ধর ,ফাউন্ডেশনের অন্যতম পৃষ্টপোষক নুরুন নাহার ইসলাম, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ।
বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আজিজুর রহমান স্বরণে আলোচনা সভা শেষে দেড়শো অস্বচ্চল নারীদের হাতে শীত বস্ত্র তুলে দেন অতিথিরা। শীতবস্ত্র হিসেবে শীতের সোয়েটার পেয়ে খুশি দুস্থ নারীরা।
শীতবস্ত্র পাওয়া ছুরুপা খাতুন বলেন, আমরা গরিব মানুষ, পেট বাঁচাতে বাইরে কাজ করতে হয়। বাইরে কাজে যাওয়ার কোন শীতের কাপড় ছিলো না। এখানে এসে শীতের সোয়েটার পেয়ে খুশি হয়েছি। যার নামে দেওয়া হয়েছে আমরা তার জন্য দোয়া করি।
প্রধান অতিথি, সংসদ সদস্য নেছার আহমদ বলেন- আজিজুর রহমান আমাদের সবার প্রেরণা । উনার নামের ফাউন্ডেশের এই উদ্যোগ একটি মহতি উদ্যোগ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আজিজুর রহমান মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরে মৌলভীবাজার জেলা রাজনৈতিক সমন্বয়কারী ছিলেন। তিনি সাবেক গণপরিষদ সদস্য, দুই বারের সংসদ সদস্য, সাবেক হুইপ, বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ জেলা পরিষদ এর চেয়ারম্যান ছিলেন। তাছাড়া, স্বাধীনতা পদকেও ভূষিত হয়েছিলেন । সারা জীবন মানুষের কল্যানে কাজ করে গেছেন তিনি।
সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের পরিবারের সদস্যদের উদ্যোগে ও অর্থায়নে এই ফাউন্ডেশনের সৃষ্টি হয়। গত এক বছর ধরে মানুষের কল্যানে কাজ করছে বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় দেড়শতাধিক অস্বচ্ছল নারীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।