শাইখুল হাদীস মাওঃ নেজাম উদ্দিন (রহ) আমৃত্যু খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন
প্রকাশিত হয়েছে : ২ জানুয়ারি ২০২২, ৭:১৩ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
শাইখুল হাদীস মাওঃ নেজাম উদ্দিন (রহ) আমৃত্যু খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর শাখার উদ্দোগ্যে স্থানীয় আল ফালাহ মিলনায়তনে শাখা সভাপতি মাওঃ গিলমান আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ জাকির হুসাইন এর পরিচালনায় গত ৩১ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত সংঘঠনের মরহুম সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মাওঃ নেজাম উদ্দিন (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দরা এই মন্তব্য করেন।
নেতৃবৃন্দ আরো বলেন, শায়খুল হাদীস মাওলানা নেজাম উদ্দিন (রহ.) ছিলেন দক্ষ, যোগ্য, সততা ও আদর্শের প্রবাদ প্রতিম একজন রাজনীতিবিদ। নেজাম উদ্দিন (রহ.) যেমন ছিলেন একজন খ্যাতিমান হাদিস বিশারদ, তেমনি তিনি নিজের মেধা ও সততার গুণে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের একজন নেতা হিসাবে স্বীকৃতি লাভ করেন। শাইখুল হাদীস মাওঃ নিজাম উদ্দীন রহ সর্বদা বাংলার আকাশে খেলাফতের সূর্যোদয়ের প্রতীক্ষায় থাকতেন । তিনি ছিলেন এদেশে খেলাফত প্রতিষ্ঠার আপোষহীন ও সংগ্রামী নেতা নেতৃবৃন্দ আরো বলেন, মাওঃ নেজাম উদ্দিন (রহ.) মানুষের অধিকার আদায়ের কথা বলতেন ইসলামী খেলাফতের নিবেদিত প্রাণ খেলাফতের এই সৈনিক খেলাফতের মঞ্চেই খেলাফত প্রতিষ্ঠার কথা বলতে বলতে মাওলার ডাকে সাড়া দেন। মাওলানা নেজাম উদ্দিন (রহ.) অত্যন্ত নিরলসভাবে আমৃত্যু পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন।
উক্ত আলোচনা সভা ও দু’আ মাহফিলে প্রধান আলোচক ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি প্রিন্সিপাল মাওঃ ইকবাল হোসাইন, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন মাওঃ নেজাম উদ্দিন (রহ.) এর জামাতা ও বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ বায়তুলমাল সম্পাদক মাওঃ মুফতী ওযীরুল ইসলাম, এবং বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ সভাপতি মাওঃ শায়খ ইমদাদুর রহমান।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন, মৌলভীবাজার শহর শাখার সাধারণ সম্পাদক মাওঃ লুৎফর রহমান কামালী, শহর শাখার প্রশিক্ষণ সম্পাদক হুসাইন আহমদ, আউয়াল, শেরপুর শাখা দায়িত্বশীল মাওঃ নূরুল ইসলাম, মাওঃ মাকসুদুর রহমান, হাঃ মাওঃ মুহিবুর রহমান, মাওঃ সাইফুল ইসলাম মাওঃ তানভীর আহমেদ, মাওঃ দিদার হুসাইন মাসুম আহমদ, প্রমুখ।