আপার কাগাবলা ইউনিয়নে পুনঃনির্বাচন চান তিন চেয়ারম্যান প্রার্থী
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২১, ৬:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের তিনটি ওয়ার্ডে পুন:নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিন চেয়ারম্যান প্রার্থী।
তাঁরা হলেন- নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান, চশমা প্রতীকের প্রার্থী ফারুক আহমদ ও আনারস প্রতীকের প্রার্থী আব্দুল মতিন।
সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিন প্রার্থী জানান, সদ্য আওয়ামী লীগে যোগদানকৃত বহিষ্কৃত আওয়ামী বিদ্রোহী প্রার্থী ইমন মোস্তফাকে পরিকল্পিতভাবে প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশী যোগসাজশে নির্বাচনে অবৈধভাবে জেতানো হয়েছে। এই প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছে।
সংবাদ সম্মেলনে তিন প্রার্থী জানান, ৪নং আপার কাগাবলা ইউনিয়নের ১নং আপার কাগাবলা কেন্দ্র, ২নং বোরোতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ৯নং লামা কাগাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই তিন কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশের যোগসাজশে ফলাফল বিলম্বে ঘোষণা করা হয়। এসময় প্রতিবাদকারী চেয়ারম্যান প্রার্থীদেরকে শারিরিকভাবে লাঞ্ছিত করেন প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। শুধু তাই নয়, এজেন্টদের কাছ থেকে সময়ের আগে কৌশলে দস্তখত নিয়ে তারপর পুলিশ দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে ব্যালট বাক্স মৌলভীবাজার সদরে নিয়ে এসে নিজেদের মতো করে ইমন মোস্তফাকে বিজয়ী দেখিয়ে ঘোষণা করা হয়। এসময় বাকী তিন চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান, চশমা প্রতীকের প্রার্থী ফারুক আহমদ ও আনারস প্রতীকের প্রার্থী আব্দুল মতিনকে উপজেলা পরিষদে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এবিষয়ে তৎক্ষণাৎ তিন প্রার্থী মৌলভীবাজার সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদকে জানালো তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রার্থীদেরকে বলেন।
আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী মুজিবুর রহমান জানান, এই ইমন মোস্তফা ২০০৮ সাল পযন্ত বিএনপির রাজনীতিতে জড়িত ছিলো। কিন্তু এরপর জেলা আওয়ামী লীগের কোন অদৃশ্য ব্যক্তির অনুকম্পায় সে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়ে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পায়। কিন্তু সে পুনরায় আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আমি মুজিবুর রহমানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতায় নামে। এরপর কেন্দ্রের নিদেশে তাঁকে বহিষ্কার করা হয়। কিন্তু কেউ একজনের দলের মদদে আজ তাঁকে চেয়ারম্যানও ঘোষণা করা হয়।এটি অত্যন্ত অপ্রত্যাশিত ও দু;খজনক।