বিপুল ভোটে মোস্তফাপুরে তাজ চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২১, ৭:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র আনারস মার্কার প্রার্থী তাজুল ইসলাম তাজ।
রবিবার (২৬ ডিসেম্বর) রাতে স্থানীয় পোলিং এজন্ট এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় পোলিং এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, মোস্তফাপুর ইউনিয়নে আনারস পেয়েছে ৬ হাজার ৫৩৪ ভোট। তার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তোফায়েল আহমেদ তুয়েল পেয়েছেন (ঘোড়া) ৪ হাজার ৮৫৮ ভোট, খসরু আহমদ (নৌকা) ৯শত ভোট। আনারসের তাজ ১ হাজার ৬৭৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়।