খলিলপুর ও মনূমুখে দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২১, ৫:৫৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ও মনূমুখ ইউনিয়নের দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। কেন্দ্র দূটি হলো ঘোড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রবিবার (২৬ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারে জাল ভোট দেওয়া কে কেন্দ্র করে হট্টগোল তৈরি হলে ভোটগ্ৰহণ স্থগিত রাখা হয়।
ঘোড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, মৌলভীবাজার জেলার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের ঘোড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভিতরে ইউনিয়ন সদস্য প্রার্থী মোঃ আনখার মিয়ার এর সমর্থকরা ও চেয়ারম্যান প্রার্থী মোঃ মর্তুজার সর্মথকরা জাল ভোট চেষ্টা করলে হট্টগোলের সৃষ্টি হয়। এতে ১২ টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে। ৪০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেন স্বতনত্র প্রার্থী আশরাফ আলী খান। তিনি বলেন, আমার এজেন্টদের মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে। কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।